শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো , বিশ্বাসঘাতকদের ছাড়বো না : কুণাল ঘোষ

26th February 2021 10:00 pm বাঁকুড়া
শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো , বিশ্বাসঘাতকদের ছাড়বো না : কুণাল ঘোষ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করিছিল তাদের ৯০ শতাংশ আজ বিজেপিতে। আমার সমস্ত অভিমান আমি সেদিন বুঝে নেবো যেদিন দিদি তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।' শুক্রবার সিমলাপালে এক দলীয় জনসভায় ঠিক এই ভাষাতেই তৃণমূল ও তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের একসঙ্গে বার্তা দিলেন দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। 

    একই সঙ্গে কারো নাম না করে তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের নাম করে তিনি বলেন, রক্ত বিন্দু দিয়ে মোকাবিলা করবো। বিশ্বাসঘাতকদের ক্ষমা করবোনা। ব্যক্তি অপছন্দের জায়গা থেকে না দেখে 'মমতাদির ভোট' দেখে প্রত্যেককে সবভুলে এক জোট হওয়ার বার্তা দেন রাজ্যসভার এই প্রাক্তন তৃণমূল সাংসদ।

   কুণাল ঘোষ এদিন আরো বলেন, আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। মমতাদি হাতিয়ার তুলে দিয়েছেন। আর সেই হাতিয়ার মানুষের হাতে তুলে দেওয়ার দায়িত্ব তৃণমূলের নেতা কর্মীদের।

   বক্তব্যের মাঝেই উপস্থিত দলীয় কর্মীদের উজ্জীবিত করতে তিনি বলেন, সারা বাংলা ঘুরছি। অন্তত ২২৫ টি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরছেন বলেও এদিন ঘোষণা করেন কুণাল ঘোষ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।